মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ উল ফিতর,র অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক (সাংগঠনিক সম্পাদক) সোহাগ মন্ডল।তিনি বলেন পবিত্র ঈদ -উল ফিতর আগাত,রমজান এর এই একটি মাস রহমতের মাস।নাজাত এর মাস।মাগফিরাত এর মাস।সিয়াম সাধনার মাস।দির্ঘ একটি মাস রোজা রাখার পরে মুসলিম জাতির সবচেয়ে বড় উৎসব ঈদ।পবিত্র ঈদ-উল ফিতর বয়ে আনুক সকলের জীবনে আনন্দ উর্চ্ছাস উদ্দীপনা।ধনী গরীবের বৈষম্য দুর করে এককাতারে মিলিত হোক সারাবিশ্বের মুসলিম জাতি।তবে একটি কথা না বললেই নয়,সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করি,আপনি আপনার নিকটাত্মীয় গরীব অসহায় সজ্জনদের প্রতি আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন। মনে রাখবেন ঈদের আনন্দ একার জন্য নয়,ঈদ সবার জন্য।পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষা করুন,যাকাত ফেতরা আদায় করুন।নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সহযোগীতা করুন।দেশের উন্নয়নকল্পে আসুন সকল ভেদাভেদ ভুলে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করি।আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।বাংলাদেশ ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী আমজনতার জন্য দোয়া রহিলো।দোয়া রহিলো এদেশের সকল শ্রেনীপেশার মানুষের জন্য।
ঢাকা জেলা সহ সারা দেশবাসীকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা (ঈদ মোবারক)