মোঃ রবিউল ইসলাম রবি নিজস্ব প্রতিনিধি
আশুলিয়ার উত্তর গাজির চট হাজী সৈয়দ খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে রোববার বেলা ২ টার দিকে হাজী সৈয়দ খান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় কয়েক শতাধিক দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও হত দরীদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রথম যুগ্ন সম্পাদক মো: শাহাদাত হোসেন খান।
এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানীত সদস্য ও ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের ১ম সাংগঠনিক সম্পাদক মো: হারুন ভান্ডারী, সম্মানীত সদস্য মো: মজিবর রহমান, মো: আতাউর রহমান খান, মো: সাকিব হাসান শান্ত, মো: রওশন আলম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে বলেন, “হাজী সৈয়দ খান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনের কাজ হলো অসহায় ও দুস্থদের পাশে থেকে তাদের সহযোগিতা করা এবং গরীব ও বেকারদের স্বনির্ভর করে স্বাবলম্বী করা। এবং দেশবাসী সহ সকল পেশা শ্রেনীর কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঈদ মোবারক