স্টাফ রিপোর্টার সেলিম রেজা
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন,সাতক্ষীরা জেলার কৃতি সন্তান জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ তৌহিদুর রহমান ।
আজ গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি দৈনিক সংবাদ বাংলাদেশ কে বলেন, পবিত্র রমাজান মাসের ত্যাগ ও সংযমের মধ্যদিয়ে গোটা বিশ্বের মুসলিম সমস্প্রদায় সীমাহীন আনন্দ ও উৎসবের দিন পবিত্র ঈদ উল ফিতর সমাগত। এ দিনটিকে সামনে রেখে দেশের সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানান,জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ তৌহিদুর রহমান ।
তিনি বলেন, ইসলামের শিক্ষার আলোকে আমরা সকল ভেদাভেদ ভুলে পবিত্র ঈদকে সমানভাবে উপভোগ করতে পারলেই এ দিনের সফলতা খুঁজে পাওয়া যাবে। ইসলামের চেতনার আলোকে মানুষে মানুষে ভ্রাতিত্ববোধ ও সকলের প্রতি সহমর্মিতা জাগ্রত হোক পবিত্র এ দিনে।
তিনি আরো বলেন, ঈদ-উল ফিতর আমাদেরকে ত্যাগের আদর্শে উজ্জীবিত করে। ঈদ জনগণের মাঝে বয়ে আনে অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। তিনি এবারের আসন্ন ঈদ- উল ফিতর সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
ঈদ উল ফিতরের প্রাক্কালে মহান আল্লাহ তায়ালার কাছে দেশ ও মানুষের মঙ্গল কামনায় দোয়া করেন। একই সঙ্গে তিনি জাতির কল্যাণে দলীয় নেতাকর্মীদের আত্মনিয়োগের আহ্বান জানান।সাতক্ষীরা জেলাসহ দেশবাসীকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ।