স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
মে দিবস ২০২৪ উপলক্ষে গাজীপুরে বিভিন্ন এলাকায় বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন ও বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিকগণ পথ সভা, মিছিল ও সমাবেশ করেন।
তন্মধ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের গাজীপুর জেলা ও মহানগরের শ্রমিক এবং বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউনিয়নের গাজীপুর জেলার সভাপতি হাফিজুর রহমান লিন্টু ও সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ আবুল কাশেম, গাজীপুর মহানগরের কার্যকরী সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সাজেদুল ইসলাম সেলিম, সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আইন সম্পাদক এডভোকেট আনোয়ার কবির সালামসহ উক্ত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। এছাড়াও বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাসির তালুকদার, মিজানুর রহমান সিকদার, খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও গাজীপুর জেলাসহ অন্যন্য নেতৃবৃন্দ।