মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়ায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর উদ্দোগে শ্রমিকদের ৮ দফা দাবী নিয়ে পহেলা মে (২০২৪) এ র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত।
বুধবার ০১ মে (২০২৪) বেলা ৩ টায় আশুলিয়ার বাইপাইল সংলগ্ন বসুন্ধরা বগাবাড়ি র মেইন সড়ক সংলগ্ন আয়মান প্লাজার সামনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসন এর সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন।সরকারী চাকুরীজীবীদের জন্য গর্ভকালীন সময়ে ৬ মাসের ছুটি,গার্মেন্টস শ্রমিকদের জন্য ৪ মাসের কেনো,এটা নিয়ে জাতীয় সংসদে কথা বলবো।শ্রমিকদের দাবী র বিষয়গুলো নিয়ে জাতীয় সংসদে উত্থাপন করবো ইনশাআল্লাহ।প্রধান বক্তা ছিলেন শামীম আহম্নেদ সুমন ভুৃঁইয়া চেয়ারম্যান ইয়ারপুর ইউপি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনামুল হক মুন্সী প্যানেল চেয়ারম্যান ঢাকা জেলা পরিষদ। মোঃ জাকির হোসেন শ্রম বিষয়ক সম্পাদক আশুলিয়া থানা আওয়ামীলীগ।মোখলেসুর রহমান কাজল আহ্বায়ক জাতীয় শ্রমীকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটি। ইসমাইল হোসেন বকুল ভুৃঁইয়া সিনিয়র সহ সভাপতি স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন যুবলীগ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমিরুল হক আমিন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।সঞ্চালনায় ছিলেন ফরিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন শাহ আলম সহ সভাপতি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শ্রমিকদের ৮ দফা দাবী সমূহ (১)অনলাইন ডাটা বেজের নামে গার্মেন্টস শ্রমিকদের ব্লাক লিস্ট বন্ধ করা।(২)নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা।(৩)ট্রেড ইউনিয়ন গঠনের সকল বাঁধা অপসরন করা।(৪)সংগঠিত হওয়া দরকষাকষি করা এবং ধর্মঘট করার অধিকার নিশ্চিত করা।(৫)আই এল ও কনভেনশন ১০২ এবং ১৯০ অনুস্বাক্ষর করা। (৬)আই এল ও কনভেনশন ১১১ এবং ১৪৯ বাস্তবায়ন করা। (৭) গার্মেন্টস সহ সকল বে-সরকারী সেক্টরে সরকারী সেক্টর এর মত মেটার্নিটি ছুটি ৬ মাস কার্য়কর করা। (৮) গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা।পরিশেষে তবারুক বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।