মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
জনগনের সেবক হতে গেলে বড় কোনো পদের প্রয়োজন হয়না।সাভার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান এর মত ছোট্র একটি পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন,সাভার উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী।তৃতীয় লিঙ্গের মানুষ মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্তে আইনি বাঁধা জেন্ডার জটিলতার কারন।আদালতের দ্বারাস্থ হলেও সমস্যার সমাধান হইনি,নির্বাচন থেকে বাদ পড়েছেন মিষ্টি চৌধুরী।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিষ্টি চৌধুরী বলেন।আমরা সবাই মানুষ এটাই বড় কথা,জেন্ডার এর কারনে আজ আমাকে নির্বাচন থেকে দূরে সরে দাঁড়াতে হলো।আমি তৃতীয় লিঙ্গের ব্যাক্তি তবে এই সমাজেরই লোক।এই সমাজের বাহিরের কেউ নই।যাই হোক জনগনের সেবা করার নেশাটা আমার ছোটবেলা থেকে।আমি আমার সাধ্যমত জনগনের সেবা করে আসছি,সেবা করেই যাব ইনশাআল্লাহ।আমার চাওয়া জনগনের সেবা করার মধ্যদিয়ে যেনো আমার মৃত্যু হয়।আমি বিশ্বাস করি যে জনগনের সেবা করতে গেলে বড় কোনো পদের প্রয়োজন হয়না।জনগনের সেবা করবো এই মনমানসিকতা থাকতে হবে।আসলে আমরা চাই ক্ষমতা,ক্ষমতা পেলেই ভুলে যাই সবকিছু।তবে আমি সাভার উপজেলা বাসীর উদ্দেশ্য বলবো প্রিয় সাভারবাসী।(আমি মিষ্টি চৌধুরী)আমি আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।আপনাদের প্রয়োজনে আমাকে বলুন,আপনাদের প্রয়োজনে একটিবার আমাকে ডাকুন,আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধু আত্নীয় স্বজন।আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।ভোট আপনার আমানত আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন।আসুন দেশের কল্যানে,উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে,সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।আপনাদের শুভকামনায় আমি মিষ্টি চৌধুরী…