মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
সাভার ও আশুলিয়ার মেইন সড়ক থেকে হকার মুক্ত করনে। সৌন্দর্যবর্ধন ও সড়ক শৃঙ্খলা কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোমবার ৬ মে দুপুর ১২ টায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্টান্ডে।আশুলিয়া থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।সৌন্দর্যবর্ধন ও সড়ক শৃঙ্খলা কর্মসূচিতে,রাস্তার সৌন্দর্য বজায় রাখতে বৃক্ষ রোপন উউদ্বোধন করা হয়।এ অনুষ্ঠানে বৃক্ষ রোপন করতে সার্বিক সহযোগীতায় ছিলেন জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া থানা কমিটি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সাইফুল ইসলাম সংসদসদস্য ঢাকা-১৯ আসন।আসাদুজ্জামান বিপি এম পিপি এম (বার) পুলিশ সুপার ঢাকা।আব্দুল্লাহিল কাফী পিপি এম(বার)অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপস্ ও ট্রাফিক উত্তর ঢাকা।শহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল ঢাকা।এ এফ এম সায়েদ অফিসার ইনচার্জ আশুলিয়া থানা ঢাকা।শাহ জামান অফিসার ইনচার্জ সাভার মডেল থানা।সুলতান মাহমুদ (সভাপতি) জাতীয় শ্রমীকলীগ আশুলিয়া থানা ঢাকা।সাধারণ সম্পাদক জাতীয় শ্রমীকলীগ আশুলিয়া থানা কমিটি সহ গন্যামান্য ব্যাক্তিবর্গ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদসদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন।সড়ক মহাসড়ক অবৈধ দখলমুক্ত করতে সকল প্রকার ব্যবস্থাগ্রহণ করা হবে। সহযোগীতা করবেন আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসন। পাশাপাশি ঢাকা-১৯ আসনের সকল জায়গায় মাদকমুক্ত করনে,মসজিদের ইমাম সহ এলাকার সুূধীজনদের নিয়ে সলাপরামর্শ করতে চাই। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন কে সহযোগীতা করতে এগিয়ে আসুন আপনিও।আপনার ও আপনাদের সহযোগীতা ছাড়া মাদকমুক্ত করা সম্ভব নয়।