মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়ায় প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রকল্প এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত।বুধবার ৮ মে বেলা ৩ টায় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ হলরুমে।কাজী গোলাম আহাদ পরিচালাক বিভাগীয় তথ্য অফিস ঢাকা এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাদির দেওয়ান ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বনির্ভর ধামসোনা ইউপি।মঈনুল ইসলাম মেম্বার ৭ নং ওয়ার্ড ধামসোনা ইউপি।হাজী আবু সাদেক ভুৃঁইয়া মেম্বার ৬ নং ওয়ার্ড ধামসোনা ইউপি।শফি উদ্দিন মেম্বার ৯ নং ওয়ার্ড ধামসোনা ইউপি সহ ইউপি মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বারবৃন্দ।মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন ধামসোনা ইউপির ১ থেকে ৯ নং ওয়ার্ড এর প্রান্তিক পর্যায়ের মহিলারা।
উক্ত সমাবেশে বাল্য বিবাহ মাদকে আসক্ত,বিধবা ভাতা,বয়স্ক ভাতা,মোবাইল বিকাশে উপবৃত্তি র টাকা বুঝে না পাওয়া সহ সমাজ অবক্ষের কারণ সমূহ বিভিন্ন বিষয়ে সচেতনেতা করার লক্ষে আলোচনা করা হয়।
পরিশেষে চলচিত্র প্রদর্শনী র মাধ্যমে বড় পর্দায় বিভিন্ন তথ্য সমূহ ভিডিও চিত্রে দেখানো হয়।