স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন সৌরভ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার (১৪ মে) ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান মন্ডল ও সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহানের স্বাক্ষরিত বিবৃতিতে এ কমিটি ঘোষণা হয়। এসময় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশ দেয়।
কমিটিতে রাকিব হাসান জয়কে সভাপতি, সাবেক মাহমুদ জিহাদকে সাধারণ সম্পাদক ও সানজিদুল ইসলাম রাজু, নুরে আলম, মোঃ মেহেদী হাসান, নিরব আহমেদ, তারিকুল হাসানকে সহ-সভাপতি এবং ফয়েজ উদ্দিন, মাহমুদুল হাসান সৈকত, ইমরানকে যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
নব নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছে জসিম উদ্দিন দুর্জয়, মোঃ আবু নোমান, মারুফ হাসান অর্ণব, রিফাত হাসান।
এ বিষয়ে নব নির্বাচিত সহ সভাপতি মেহেদী হাসান বলেন, আমরা জাতির পিতার আর্দশ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্র রাজনীতি করি। আর নেতৃবৃন্দ যখন সে অনুযায়ী মূল্যায়ণ করে তখন উৎসাহ আরো বেড়ে যায়। আমি আরো খুশি আমার ইউনিয়ন ছাত্রলীগের প্রতিটি কর্মীর আনন্দ দেখে। ইনশাআল্লাহ আমরা সকলকে নিয়ে একটি সুসংগঠিত ও আদর্শিক শক্তিশালী ইউনিট গড়ে তুলব।