নিজস্ব প্রতিবেদক
গাজীপুর কাশিমপুরে ১নং ওয়ার্ডের পলাশ হাউজিং সোনালী পল্লী, বটতলা এলাকায় এক পুলিশ কনস্টেবল এস আই পরিচয় দিয়ে আজিজ নামের একজন সাধারন মানুষের কাছে ২০০০০০ টাকা হাওলাত নিয়েছেন সেই টাকা। আজিজ চাইতে গেলে এস আই পরিচয়দানকারী সেই কনস্টেবল রওশন আলী টাকা না দিয়ে বিভিন্ন হুমকি প্রদান করে।
শনিবার (১৮ই মে) সকাল ১১.৩০ সময় গাজীপুরের মহানগরের কাশিমপুর ১নং ওয়ার্ড পলাশ হাউজিং সোনালী পল্লী, বটতলা এলাকায় আজিজের পাওনা টাকা নেয়ার জন্য রওশন আলীর বাসায় যেতে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর রওশন আলীর সঙ্গে দেখা হয়। আজিজ পাওনা টাকা চাইতে রাগান্বিত হয়ে রওশন আলী টাকা দেবে না বলে পুলিশের এস আই পরিচয় দিয়ে আজিজকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা সরজমিনে গিয়ে ঘটনা সম্বন্ধে জানতে চায় ও তাদের পরিচয় যান্তে চাইলে আজিজ তার সঠিক পরিচয় দিলে ও রওশন আলী তার পরিচয় না দিয়ে গণমাধ্যম কর্মীদের হুমকি দিয়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এলাকাবাসী সুত্রে জানাযায় তিনি পুলিশের এস আই পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
কাশিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায় রওশন আলী পুলিশের কনস্টেবল।
এ বিষয়ে ভুক্তভোগী আজিজ কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।