মোঃ আহছানউল্লাহ স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা ইউপি র ৪ নং ওয়ার্ডের অবহেলিত জনপদে।মেম্বার ইব্রাহীম খলিল এর প্রচেষ্টায় চকচকা রোড নির্মান।জনবহুল এ এলাকার মসজিদগামী মুসল্লিদের চলাচলের একটিই রোড এইস বিবি পাকা করনের কাজ চলমান।নির্মাণাধীন রোডের উপরে দাঁড়িয়ে সাংবাদিকদের ছোট্র এক সাক্ষাৎকারে মেম্বার ইব্রাহীম খলিল বলেন।আমি নির্বাচনের আগে জনগনকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি ইনশাআল্লাহ।সাতক্ষীরা ৩ আসনের বার বার নির্বাচিত মাননীয় সংসদ।সাবেক সফল স্বাস্থ মন্ত্রী আমার রাজনৈতিক অভিভাবক।স্যার ডাঃ আ ফ ম রুহুল হক এমপি সাহেব এর দেখানো পথ অনুস্বরন করে এলাকার উন্নয়ন ও জনগনের সেবা করে যাব ইনশাআল্লাহ।ডাঃ রুহুল হক স্যার এমন এক ব্যাক্তি যে,যার কাছে নেই কোনো ধনী গরিবের বৈষম্য।তেমন নেতার ছায়াতলে থেকে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আমি অনুকরণ করি অবহেলিত সাতক্ষীরার রুপকার,গরীবের বন্ধু, (মাননীয় এমপি)সাবেক সফল স্বাস্থ মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক স্যার কে।তিনি একটিই কথা বলেন,কথা নয় কাজ।তার কাছ থেকে শিখেছি
জনগনের সেবা কি করে করতে হয়।জনগনের সেবা করতে বড় পদপদবী থাকা লাগেনা।জনগনের সেবা করতে হবে এমন মনমানসিকতা থাকা লাগবে।তাই আমি বলতে চাই প্রত্যেকের জায়গা থেকে সেবামুলক কাজ করা সম্ভব।মেম্বার চেয়ারম্যান বা গুরুত্বপূর্ণ পদে থাকা অনেকেই সেবামুলক কর্মকাণ্ড থেকে পিছিয়ে আছেন।আপনি আপনার প্রতিবেশীদের প্রতি আপনার সাধ্য অনুযায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দিন।আপনার নিকটতম মসজিদ মাদ্রসা মন্দীর সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে মানবকল্যানে কাজ করুন।মাদককারবারী ও মাদকসেবীদের বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করুন।শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করুন।হতদরিদ্র ভ্যান রিকশাচালকদের প্রতি ভালোবাসার দৃষ্টি দিন।সমাজের অসংগতি তুলে ধরতে সংবাদকর্মীদের সহযোগীতা করুন।আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সলাপরামর্শে কাজ করুন।স্থানীয় জনপ্রতিনিধি কে সামাজিক ও মৌলিক অধিকার বাস্তবায়নে সহযোগীতা করুন।দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করুন।ধনী গরীবের বৈষম্য ভুলে গিয়ে মানুষের কল্যানে কাজ করুন।আমি সবসময় আমার দৃষ্টিকে সর্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি।আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই,তুষ্ট আলোর উৎস সুর্যে।তারপরেও বলবো আমার রাজনৈতিক বিষয়ে বা সার্বিক বিষয় নিয়ে।যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে।তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারেন।আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।