শাহীদুল ইসলাম কালু,শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন শেখ জাবের আহমেদ। গত বৃহস্প্রতিবার (২৩ মে) তিনি শ্রীবরদীতে যোগদান করেন। ৩৫তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন শেখ জাবের আহমেদ। শ্রীবরদীতে যোগদানের আগে কিশোরগঞ্জ জেলায় রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর নিজ জেলা লালমনিরহাট।
শ্রীবরদী নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভায় সভাপতিত্বে
করেন এবং সবার সাথে মতবিনিময় করেন
২৮ শে মে রোজ মঙ্গলবার সকাল ১১ টায় সময় উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী ও সাংবাদিক সহ মতবিনিময় করেন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ,
শ্রীবরদী থানার দক্ষ অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী,
পৌরসভার মানবিক মেয়র মোহাম্মদ আলী লাল,
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম, বিশিষ্ট ক্রিয়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালে, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মনিরুজ্জামান মনির,
এ সময় উপস্থিত ছিলেন রাহাত চৌধুরী, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , মাহফুজুর রাহামান, শ্রীবরদী সব-রেজিস্ট্রার অফিস কর্মকর্তা,সুমন, ময়মনসিংহ বন বিভাগ বালিজুরী রেন্জ কর্মকর্তা, তাতীহাটি ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া,সদর ইউপি চেয়ারম্যান ফরিদ,
কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন,
গোসাইপুর ইউপি চেয়ারম্যান শাহ জামাল আশিক,
আরো অন্য অন্য ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন
শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা,সাংবাদিক রেজাউল করিম বকুল মোহনা টিভি জেলা প্রতিনিধি, যুবলীগ নেতা ও শ্রীবরদী স্মার্ট প্রেসক্লাব দেশের কন্ঠ সাংবাদিক শাহীদুল ইসলাম কালু, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা , শিক্ষকমন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবগরা প্রমুখ উপস্থিত ছিলেন।