মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুর ১ নং ওয়ার্ডের বাসিন্দা কাশিমপুর থানা ছাত্রলীগের নেতা মোঃ মুজাহিদ মৃধা, গাজীপুর সহ সারা দেশের মুসলিমদের জানাই ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা মুসলমানদের মাঝে ত্যাগের মহিমা শিক্ষা দেয়। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরসহ সারাদেশে মুসলিমদের উদযাপন করবে, ঈদুল আযহা।
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করবেন। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাবেন কবরস্থানে। চিরবিদায় নেওয়া স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে মিনতি করবেন।
ছাত্রলীগের নেতা মুজাহিদ বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। উৎসবটির সঙ্গে মিশে আছে চরম ত্যাগ ও আল্লাহর প্রেমের মহান আল্লাহর নির্দেশে ছেলে হজরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইবরাহীম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন- তা ইতিহাসে অতুলনীয়। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার।
গত কয়েক মাস আগে আমার বাবা মৃত্যু আলহাজ্ব মোশারফ হোসেন মৃধা জন্য সবাই দোয়া করবেন আমার বাবাকে আল্লাহ তাআলা যেন বেহেস্ত দান করেন আমীন।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়েবে, প্রত্যাশা করি, প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে। হজরত ইবরাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে ,ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবা
রক।