মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা আওয়ামী লীগের, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান চিশতী, পবিত্র ঈদুল আযহা এর উপলক্ষে গাজীপুর সহ সারাদেশে মুসলিমদের জানিয়েছেন অগ্ৰিম শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় নুরুজ্জামান চিশতী বলেন, ঈদুল আযহা ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং ভালোবাসার শিক্ষা দেয়। ঈদ উপলক্ষ্যে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলিমদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা তিনি, বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি।
প্রতীকী পশু কোরবানির সাথে সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা, আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার শিক্ষা দিতে।
ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখাতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে।
হজরত ইব্রাহিমের (আঃ) মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরিব, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকলেই মানুষ
দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আমি আশা প্রকাশ করেন, ধন্যবাদ, সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক,
ঈদ মোবারক।