মোঃ আমিরুজ্জামান (টুটুল) স্টাফ রিপোর্টার
আগামী ধামসোনা ইউপি নির্বাচনে মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ২ শ বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করে আনুষ্ঠানিক ঘোষনা দেন।ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসাবে দোয়া চেয়ে ব্যানার ফেস্টুন টাঙিয়েছেন ধামসোনা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড সহ সর্ব জায়গায়।তবে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়ে ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন।ধামসোনা ইউপিবাসী সহ দেশের সকল শ্রেনী পেশার মানুষের জীবনে পবিত্র ঈদ-উল আজহা বয়ে আনুক অনাবিল আনন্দ উচ্ছার্স উদ্দীপনা।যার যার সামার্থ অনুযায়ী পশু কুরবানী করবেন এই কামনা করি।মনে রাখবেন ভোগে শান্তি নয় ত্যাগেই শান্তি।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।তবে যারা পশু কুরবানী করবেন।তাদের প্রতি অনুরোধ করবো।আপনারা এতিমখানার শিশুদের প্রতি লক্ষ রাখুন।অসহায় দিনমুজুর,ভ্যানচালক,রিকশাচালক,গার্মেন্টস শ্রমিক,কলকারখানার শ্রমিক,মেহনত করা সকল শ্রমিকদের প্রতি লক্ষ রাখুন।সমাজে কুরবানী করতে না পারা সকল মানুষের দিকে সজাগ দৃষ্টিরেখে আপনার কুরবানীর মাংস বিতরণ করুন।মনে রাখবেন ফ্রীজ ভর্তি করার জন্য আপনার কুরবানী নয়।দোয়া করি সকলের জন্য।ধনী গরীবের বৈষম্য ভুলে গিয়ে এককাতারে সামীল হোক মুসলীম ভাই ভাই।কুরবানী করতে আর্থিক সচ্ছলতা ফিরে আসুক সকলের দ্বারে।কুরবানী করা পশুর মাংস পৌছে যাক সকলের ঘরে ঘরে।সকলকে জানাই ঈদ-উল আজহার অগ্রিম শুভেচ্ছা (ঈদ মোবার