মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ-উল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউপি র(৭,৮,৯) সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী নাসিমা আক্তার।তিনি ধামসোনা ইউপি সহ দেশের সকল শ্রেনী পেশার মানুষের উদ্দেশ্য বলেন।ঈদ-উল আযহা বয়ে আনুক অনাবিল আনন্দ উচ্ছার্স উদ্দীপনা।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।কুরবানী করতে ইচ্ছুক সকলের মনোবাসনা পূরন হোক এই কামনা করি।
যারা পশু কুরবানী করবেন তাদের নিকট বিনীত অনুরোধ করি।আপনি আপনার প্রতিবেশীদের প্রতি শুভদৃষ্টি দিয়ে কুরবানীর মাংস দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করুন।মনে রাখবেন ফ্রীজ ভর্তি করার জন্য আপনার কুরবানী নয়।গরীব দুঃখী মেহনতি মানুষ,গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমিক দিনমুজুরদের কুরবানীর মাংস দিয়ে ঈদের আনন্দে আনন্দিত করুন।আমার জন্য দোয়া করবেন আমি যেন মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।আমার নির্বাচনীয় এলাকা ধামসোনা ইউপির(৭,৮,৯) নং ওয়ার্ডের সকল মানুষের পাশে থেকে সেবা দিতে পারি।প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই নাসিমা,আগামী নির্বাচনে ধামসোনা ইউপি র(৭,৮,৯)এ নির্বাচন করতে ইচ্ছুক,আপনাদের দোয়া ও সমর্থন আশাকরি।তার পরেও বলবো আমার রাজনৈতিক বিষয় নিয়ে ও সার্বিক বিষয়ে যদি কারো কোন অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে, তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।আবারো বলি ঈদ বয়ে আনুক আননদ উচ্ছার্স উদ্দীপনা,সুখী সুন্দর ও সচ্ছল হোক আপনার ও আপনাদের আগামীদিনের পথচলা (ঈদ মোবারক)