মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়ায় ফোর ইয়ার্ন ড্রাইং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল রাকিব (৫৫)ও আব্দুল্লাহ আল নাকিব (৪৫) এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ০৭ জুন শুক্রবার ২০২৪ একটি লিখিত অভিযোগ দায়ের করেন জহিরুল ইসলাম হাসান নামক এক ব্যাক্তি।
তিনি তার অভিযোগে উউল্লেখ করেন – ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাইচাবাড়ী সাকিনস্থ বাঁশবাড়ি মৌজার সি এস (৭১) এস এ (১২৩)আর এস(১৩৩) বি আর এস(৭১৬) নং খতিয়ানের সিএস ও এসএ ৮১৪/৯১০ দাগের আর এস(১৩৬৮)ও বি আর এস (৫০৯৬)দাগের ০৪৮০অযুতাংশ জমির মালিক রুবেল মিয়া।তার নিকট থেকে আম মোক্তার নামা দলীল মুলে মালিক হইয়া জমিটি ভোগদখল করিয়া আসিতেছেন জহিরুল ইসলাম (হাসান)।জমিটি কারখানার পার্শবর্তী হওয়ায়।কারখানা মালিক রাকিব ও নাকিব বেআইনি ভাবে রাতের আঁধারে একদল সন্ত্রাসী নিয়ে ০১/০৬/২০২৪ তাং রাত্র ১১ টার সময় দা লাঠি লোহার,রড চাপাতি চাইনিজ কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ইট বালু সিমেন্ট দিয়ে জমির মাঝ বরাবর প্রাচীর নির্মান করেন।প্রাচীর নির্মানে বাঁধা প্রদান করতে গেলে জীবনে মেরে ফেলার হুমকি প্রদান করে জমিটি তাদের নিকট বিক্রি করার জন্য প্রস্তাব করেন।উক্ত স্থানের জমির ন্যায্য মুল্য ৫০ লাখ টাকা।তবে শুধুমাত্র ১৫ লাখ টাকায় কোবলা রেজিঃ করে নিবে মর্মে প্রস্তাব করেন।
জমি না লিখে দিলে হাসান ও তার পরিবারবর্গকে গুম খুন করবে বলে প্রকাশ্য হুমকি প্রদান করেন।ভুক্তভোগী জহিরুল ইসলাম (হাসান)নিরুপায় হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে উক্ত জমিটি উদ্ধার করতে অভিযোগ দায়ের করেছেন।আশুলিয়া থানা পুলিশ বিষয়টি তদন্ত পর্যবেক্ষণ পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন।