মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ-উল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া ইউপির ৯ নং ওয়ার্ড এর সফল মেম্বার।আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম গোলাপদী।তিনি আশুলিয়া ইউপির ৯ নং ওয়ার্ড সহ দেশের সকল শ্রেনী পেশার মানুষের উদ্দেশ্য বলেন।ঈদ-উল আযহা বয়ে আনুক অনাবিল আনন্দ উচ্ছার্স উদ্দীপনা।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।যারা কুরবানী করতে ইচ্ছুক সকলের মনোবাসনা পূরন হোক এই কামনা করি।আপনার প্রতিবেশীদের বাড়িতে কুরবানীর মাংস পৌছে দিন।মনে রাখবেন ফ্রীজ ভর্তি করার জন্য আপনার কুরবানী নয়।গরীব দুঃখী মেহনতি মানুষ,গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমিক দিনমুজুরদের কুরবানীর মাংস দিয়ে ঈদের আনন্দে আনন্দিত করুন।আবারো বলি ঈদ বয়ে আনুক আননদ উচ্ছার্স উদ্দীপনা।সুখী সুন্দর ও সচ্ছল হোক আপনার ও আপনাদের আগামীদিনের পথচলা (ঈদ মোবারক)