মোঃ সেলিম রেজা স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আশুলিয়াসহ দেশ ও প্রবাসী সর্বস্তরের সাধারন মানুষ সহ রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন-সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সফল সাংগঠনিক সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য হাসান মন্ডল।
তিনি বলেন : মহান আল্লাহর নির্দেশে হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি তার এই আত্মত্যাগ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। কোরবানীকৃত পশুর মাংস মিসকিন ও পরম আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিই। পবিত্র ঈদুল আযহা প্রকৃত ত্যাগের প্রতিফলন হোক এই কামনা করি। ঈদ উল আযহার ঈদ ধনী গরীবের বৈশম্য ভুলে সব মানুষকে এক কাতারে দাড়ানোর শিক্ষা দেয়। ঈদ উল আযহা বয়ে আনুক সকলের জীবনে অনাবিল আনন্দ উচ্ছাস উদ্দীপনা।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার রাখাল রাজা, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা ও তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন করতে, ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী মমতাময়ী মা শেখ হাসিনার স্বপ্ন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, সবাইকে জানাই ঈদ মোবারক।