নিজস্ব প্রতিবেদক
জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার রিপোর্ট মোঃ জামাল আহমেদ ।
গাজীপুর মহানগর সহ সারা দেশের মুসলিমদের জানিয়েছেন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা মুসলমানদের মাঝে ত্যাগের মহিমা শিক্ষা দেয়। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরসহ সারাদেশে মুসলিমদের উদযাপন করবে, ঈদুল আযহা।
আজ, ঈদুল -আজহা উপলক্ষে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার পক্ষ থেকে মোঃ জামান আহমেদ বলেন, “কুরবানী মানেই ত্যাগ ” আর এই ত্যাগের মহিমা নিয়ে ঈদ মুসলমানদের আনন্দের দিন। এই ঈদে সকল মানুষ ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের সাথে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে উৎসব উদযাপন করবেন। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎস্বর্গ করে কাজ করতে হবে। ঈদুল আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি।
তিনি আরো বলেন, সত্য বস্তুনিষ্ঠ ও নিরপক্ষ , জাতীয় দৈনিক জনবাণী পত্রিকা সারা দেশে যেভাবে দুর্বার গতিতে এগিয়ে আছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপক্ষ পত্রিকা জাতীয় দৈনিক জনবাণী আমাদের পত্রিকা জনগণের কথা বলে তাতে সাধারণ মানুষের আস্থা আছে এবং সত্যকে তুলে ধরার জন্যই নিরপক্ষে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং সব সময় থাকবে ইনশাআল্লাহ।
পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বাড়িতে যান এবং ঈদ উৎসব পালন করে নিরাপদে আবার নিজ কর্মস্থলে ফিরে আসুন ।
আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন সে কামনা করছি। সবাইকে আবারো জাতীয় দৈনিক জনবাণী পত্রিকা এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।