মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
থানায় জিডি করেছেন সাতক্ষীরা ০৩ আসনে বি এনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ শহিদুল আলম চাঁদা না দেওয়ায় লুটপাট: নারীসহ আহত ৬, মামলা নিতে গড়িমসি থানার ওসি দিনাজপুরে চাঁদার টাকা না দেওয়ায় বসতভিটায় ভাঙচুর ও লুটপাট শরিফ বাহীনীর ধামরাইয়ের ২০ শয্যা বিশিষ্ট উপেক্ষিত হাসপাতাল পরিদর্শনে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ গাজীপুর জঙ্গল থেকে ভাড়াটিয়া ব্যক্তির মরদেহ উদ্ধার তজন্তে পুলিশ আশুলিয়ার আউক পাড়ায় মাদক ব্যবসা ও অপরাধের রাজত্ব: নীরব প্রশাসন কোনাবাড়ী ট্রাক স্ট্যান্ডে মাদক ও রমরমা দেহব্যবসা, প্রশাসন নিরব। ধামরাইয়ে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবার মাঝে খাসির গোস্ত বিতরণ কাশিমপুরে ভুয়া পুলিশ লাল মিয়াকে  আটক করেছে পুলিশ মাদক ব্যবসায়ীর হাতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাভারে মানববন্ধন

ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বন্দর নগরীর চট্টগ্রামের এক ঝাঁক সাংবাদিক ও মানবিক কল্যাণে সমাজের বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছে এমন নিবেদিত প্রান একত্রিত হয়ে মিলিতভাবে চট্টগ্রাম চকবাজার আধুনিক চক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটস (আইপিসি এন্ড এইচ আর) এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় লায়ন রঞ্জন কান্তি দত্তের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মো: সাইফুর রহমানের সঞ্চালনায় উপস্থিত সাংবাদিক মোজাফফর হোসেন শিকদারের কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটসের কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও ” মানবাধিকারে আলোকিত সমাজ” এর মূল বিষয় বস্তুর উপরে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন বক্তারা।‌ সভাপতির লায়ন রঞ্জন কন্তি দত্ত তাহার বক্তব্যে বলেন,

 আমাদের একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আমরা সবাই মিলে যে কাজটি পারব তা একা কখনোই পারব না। কাজেই আমরা যাই করি না কেন একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরেই আমাদের মেম্বারদের সাহায্যের হাত পৌঁছে দিতে হবে। নিভৃতে পল্লীর অন্ধকারে ক্ষীণ প্রদীপের আলোকে জীর্ণশীর্ণ কুটিরে যারা এখনো বসবাস করছেন অর্ধাহারে অনাহারে, শিক্ষার আলো যাদের এখনো ছুঁতে পারেনি, আমাদের ঐ সকল জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এর স্বপ্নের বাস্তবায়নের পক্ষে নিবেদিত প্রাণের একজন কর্মী হিসেবে নিজেকে দাবি করতে পারব।

 অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সিনিয়র সাংবাদিক নিউজ গার্ডেন এর সম্পাদক মোঃ কামরুল হুদা। কামরুল হুদা তার বক্তব্য বলেন দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। নিশ্চয়ই আমরা প্রতিটি ভালো উদ্যোগের পাশে ছিলাম আগামীতেও থাকব। আমরা এই সংগঠনের সফলতা কামনা করছি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জাবেদ রকি। এসময় জাবেদ রকি তার বক্তব্যের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের কথা বলতে গিয়ে বলেন বলিষ্ঠ কর্মনীতির মাধ্যমে ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব এন্ড হিউম্যান রাইটস এর সকল সদস্যদের সাথে নিয়ে নির্যাতিত সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে কাজ করার মানসিকতায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করলাম।

৭১ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক সুমন সেন বলেন আমরা সবাই মিলে একটি পরিবার। সুখ দুঃখে যেমন আমরা একসাথে থাকতে পারি এবং আমাদের পক্ষ হতে তৃণমূল পর্যায়ে সাহায্য পৌঁছে দিতে পারি এটাই আমি আশা করব প্রত্যেকের কাছে। পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ১ নং ইউনিট আওয়ামী লীগ সেক্রেটারি মোঃ আজগর হোসেন বলেন দলমত নির্বিশেষে আমরা মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আর এই সংগঠনকে আমি অত্যন্ত ভালোবাসি কারণ দীর্ঘদিন থেকে আমরা একসাথে অনেকগুলো মানবিক কাজে অংশগ্রহণ করেছি।

পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ১ নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ শওকত বলেন কাজের মাধ্যমেই আমরা সমাজের দূর দশা ও দূর্ভোগরত মানুষকে সহায়তা পৌঁছে দিব এই সংগঠনের মাধ্যমে। সাংবাদিক কনোজ বলেন অতীতের মানবিক কাজ গুলো যেমন আমরা একসাথে করেছি, তেমনি ভবিষ্যতেও মানবিক কাজ গুলোতে অবশ্যই আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে যাব।

 এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভয়েস এর সম্পাদক সাংবাদিক ফোরকান, জাতীয় পত্রিকা স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ফারুক, জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক শহিদুল ইসলাম, একুশের পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার রিপোর্টার মোঃ সাকিল আহমেদ, সাংবাদিক উত্তম চক্রবর্তী, এছাড়াও সমাজ কর্মী মোঃ আরমান, মোঃ কাজিউল, আলম,মোঃ আমির , রাজু প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102