স্টাফ রিপোর্টার:- আল-হেলাল (মিয়া সামচু)
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা কৃতিমুখ রেশমা খাতুন ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছেন।
৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল আজ মঙ্গলবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)জনাব রেশমা বর্তমানে মহম্মদপুর উপজেলা কৃষি ব্যাংক সদর শাখায় জেনারেল অফিসার পদে কর্মরত আছেন। বাবা মো: মাসুদুর রহমান চৌবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক । দুই ভাই ও দুই বোনের মধ্যে রেশমা দ্বিতীয়। মা আঞ্জুমানআরা বেগম গৃহিণী।
ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী জনাব রেশমা কৃতিত্বের সাথে চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখার হাতেখড়ি। চৌবাড়িয়া হাইস্কুল থেকে এসএসসি, মহম্মদপুর কাজী সালিমা হক মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
নিভৃত গ্রামের স্কুল শিক্ষকের মেয়ে রেশমার সাফল্যের খবরে আমরা শিক্ষক সমাজ গর্বিত। আপামর মহম্মদপুরের মানুষ অত্যন্ত আনন্দিত । জনাব রেশমার জন্য শুভ কামনা রইল।
উল্লেখ্য, মহম্মদপুর উপজেলায় জনাব সালমা ইসলামের পর দ্বিতীয় কোনো নারী এমন সাফল্য অর্জন করলেন।