বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ভবনে শিশুর মৃত্যু। কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুমকিতে আবরারের ৫ম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের স্বরণ সভা-মৌণমিছিল ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির আনুমোতি দেওয়া হয়েছে। টঙ্গীতে খুনের মামলা তদন্তে গাফিলতির অভিযোগ স্বজনদের দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই: জহিরুল ইসলাম আশুলিয়ায় র‌্যাব-৪ এর অভিযানে ৫ আগস্ট একাধিক হত্যা মামলার আসামী সাদেক ভুইয়া গ্রেফতার। টুয়াখালী ভার্সিটি, উপাচার্যের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা। দুমকিতে ৫১তম গ্রীষ্মকালীন বার্ষিক ক্রিয়া উদ্বোধন। গাজীপুরে একটি মেয়ে শিশু নিখোঁজ, সন্ধান দিন।

গাজীপুর মহানগর আঃ লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন, যুবলীগের সভাপতি প্রার্থী হিরা সরকার

মোঃ সাহাজুদ্দিন সরকার গাজীপুর প্রতিনিধি।  
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

মোঃ সাহাজুদ্দিন সরকার গাজীপুর প্রতিনিধি।

দীর্ঘ ১৯ মাস পর গাজীপুর মহানগর আঃ লীগের ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন।

গত মঙ্গলবার রাতে আঃলীগের, সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত সংগঠনের প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়।

 ২০২২ সালের ১৯ নভেম্বর গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। তৎকালীন সভাপতি এড, আজমত উল্লাহ খানকে পুনরায় সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

সন্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম,পি ।

কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন, নব গঠিত কমিটির সভাপতি এড, আজমত উল্লাহ খাঁন জানান,

গত মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম,পির নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম,পি ৭৫ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

 একই সঙ্গে এ কমিটিতে ২৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের অনুমোদন দেন।

এ কমিটির মেয়াদ হবে, অনুমোদন লাভের দিন থেকে পরবর্তী ৩ বছর।

এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে মিষ্টি বিতরণ ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ।

পূর্ণাঙ্গ কমিটির সবচেয়ে বড় লক্ষনীয় বিষয় হলো, বহিস্কৃত সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এ্যাড. মো: জাহাঙ্গীর আলমকে রাখা হয়নি।

 সাধারণ সম্পাদক আতাউল্লাহ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এম,পির নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম,পির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন।

এতে অ্যাড, আজমত উল্লাহ খানকে পুনরায় সভাপতি করা হয়।

নব গঠিত কমিটির সহ-সভাপতি বেগম সামসুন নাহার ভূইয়া সাবেক এম,পি, সংরক্ষিত আসন।

মোঃ মতিউর রহমান মতি, আব্দুল হাদী শামীম, রেজাউল করিম ভূইয়া, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বি.এ, ওসমান আলী, আসাদুর রহমান কিরণ, সফর উদ্দিন খান, শেখ মো. আসাদুল্লাহ সাবেক চেয়ারম্যান, হেদায়েতুল ইসলাম, মোঃ আব্দুল আলীম মোল্লাসহ

মোট ১১ জন কে সহ-সভাপতি করা হয়।

কমিটির অন্যন্যা পদ পেলেন যারা,

 যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন সরকার রিপন,

 মোঃ কাজী ইলিয়াস আহমেদ, এ.বি.এম নাসির উদ্দিন নাসির, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক ।

বর্তমান গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটিতে যুবকদের মূল্যায়ন করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখ যোগ্য।

মোঃ হিরা সরকার, প্রথমে শাখা ছাত্রদের পাশে দাড়ান, পরবর্তীতেঐতিহ্যবাহী সর্বোচ্চ বিদ্যাপিঠভাওয়াল বদরে সরকারী কলেজ শাখা ছাত্রলীগের

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক

 পেয়ে ছাত্রদের মনের মণি কোঠায় স্থান করে নেন।

পরবর্তী সন্মেলনে গাজীপুর জেলা

ছাত্রলীগের সভাপতি প্রার্থী হন এবং জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে জেলার সকল ছাত্রদের সুখে দুখে পাশে দাড়ান। এখন পর্যন্ত

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী হিসাবে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন।

 অন্যন্ন দায়িত্ব পেলেন যারা আইন বিষয়ক সম্পাদক

 এড. মোঃ খালেদ হোসেন, কৃষি ও সমবয় মোঃ নাসির উদ্দিন মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরী।

এছাড়া সাবেক ভিপি

মোঃ আব্দুল হালিম সরকার কে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক করা হয়।

 বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক করা হয় সাবেক কাউন্সিলর, মোঃ সাইজ উদ্দিন মোল্লা কে, বিজ্ঞান ও প্রযুত্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদ উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ হোসনে আরা জুলি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ খালেকুজ্জামান।

শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান মাস্টার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বাছির উদ্দিন। এছাড়া

শ্রম বিষয়ক সম্পাদক

করা হয়, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সোলায়মান মিয়া সহ-সভাপতি কোনাবাড়ী থানা আওয়ামী লীগ ।সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল।

 স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মোঃ জাকির হোসেন খোকন,সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, এস.এম আলতাব হোসেন,মোঃ আব্দুল্লাহ আল মামুন মন্ডল ৩ জন সাংগঠনিক সম্পাদক ,

 উপ-দপ্তর সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম দীপ, উপ-প্রচার সম্পাদক মোসাঃ সালমা বেগম ও মোঃ সিরাজুল ইসলাম চৌধুরকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

এ্যাড,আকম মোজাম্মেল হক এম,পি, সাবেক মন্ত্রী

আঃলীগ, জাতীয় কমিটির সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল সাবেক মন্ত্রী, মেহের আফরোজ চুমকি,কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ও সাধারণ সম্পাদক কাউন্সিলর আলহাজ্ব মীর আসাদুজ্জামান তুলা,প্রমূখ কে সদস্য করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102