এম,শাহজাহান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ
কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে হতদরিদ্র মো; ফজল হক। ফজল হক শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খন্দকার পাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। ফজল হকের ভিটে বাড়ি ছাড়া আর কোন সহায় সম্বল নেই। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়েও দিয়েছেন তাদের। কিন্তু ছেলে মেয়ের সংসারেও নুন আনতে পান্তা ফুরায়। বৃদ্ধ ফজল হক ছোট একটা মাটির ঘরে কোন মতে খেয়ে না খেয়ে দিন যাপন করে আসছিল। সম্প্রতি ফজল হক অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফজল হকের অবস্থা দিন দিন অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে। সেখানে ফজল হকের বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে, ডাক্তার বলছে একটা কিডনিতে টিউমার হয়েছে। কিডনিসহ টিউমারটি কেটে ফেলতে হবে এতে অনেক টাকার প্রয়োজন। এতো টাকা যোগাড় করে চিকিৎসা চালানো এলাকাবাসী ও তার পরিবারের পক্ষে সম্ভব নয়। ফজল হকের ছেলে মো; আল আমিন স্থানীয় গৌরীপুর সমাজসেবা সংগঠনে আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন করলে সংগঠনটি তার পাশে থাকার আশ্বাস দেন।গৌরীপুর সমাজসেবা সংগঠনের পরিচালক প্রকৌশলী সুলতান মাহমুদ, সভাপতি আরিফ মোশাররফ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপদেষ্টা নুরুল ইসলাম, উপদেষ্টা মনোয়ার হোসেন, উপদেষ্টা আমিনুল ইসলাম, উপদেষ্টা মোজাহিদুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ, এ প্রতিনিধিকে বলেন, গৌরীপুর সমাজসেবা সংগঠন দেশের বিত্তবান, সরকারি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা নিয়ে, ফজল হকের চিকিৎসার জন্য পাশে থাকবে ইনশাআল্লাহ। উক্ত সংগঠন সমাজের সর্বস্তরের বিত্তবান, দানশীল ব্যক্তি ও সরকারি, বেসরকারি, এনজিও প্রতিষ্ঠানসহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ফজল হকের চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতা জন্য গৌরীপুর সমাজ সেবা সংগঠনের পরিচালক প্রকৌশলী সুলতান মাহমুদ এর, 01925-333594 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল