মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা পলাশবাড়ী ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল। বাংলাদেশ নির্বাচন কমিশনের তফশিল মোতাবেক আগামী ২৭ জুলাই পলাশবাড়ী উপজেলা মহদীপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত নির্বাচনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৩ জুলাই থেকে বুধবার থেকে ৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত মোট ৬ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসার ও রিটাইনিং অফিসারের কার্যালয়ে জমা প্রদান করেন।
প্রার্থী ৬ জন যথাক্রমে শ্রমিক নেতা ও ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য শহিদুল ইসলাম( স্বতন্ত্র) , ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জান্নাতুল নবী রিপন (আওয়ামিলীগ) , আলমগীর মন্ডল ( জাপা),হাবিবুর রহমান চৌধুরী (স্বতন্ত্র) মনিরুজ্জামান ( স্বতন্ত্র) সাহারুল ইসলাম (স্বতন্ত্র)।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই শনিবার ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৪ জুলাই,
মনোনয়ন পত্র বাছাই ৫ জুলাই,আপিল দায়ের ৬ জুলাই ও ৮ জুলাই,আপিল নিষ্পত্তি ১০ জুলাই,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই।
প্রতিক বরাদ্দ হবে ১১ জুলাই বৃহস্পতিবার। নির্বাচনে মহদীপুর ইউনিয়নে ১১ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৩ শত ৫০ জন। এরমধ্যে নারী ভোটার ১৫ হাজার ১১ জন ও পুরুষ ভোটার ১৪ হাজার ৩ শত ৩৯ জন।