মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিবারসহ সাংবাদিকের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ করতে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারদহ গ্ৰামের কুখ্যাত সন্ত্রাসী, জামায়াতের সক্রিয় কর্মী মোঃ আনোয়ার হোসেন গংদের নেতৃত্বে একই গ্ৰামের মোঃ চাঁদ মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত গোবিন্দগঞ্জ থানায় জি আর ২১২/২৪ ও ২৪৯/২৪ নং মামলার আসামিদের গোবিন্দগঞ্জের কিছু প্রভাবশালী জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত ঘটনাকে আড়াল করে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে বিশেষ সুত্রে জানা গেছে।
প্রভাবশালীদের ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় কমিটির সহ-সভাপতি, গাইবান্ধা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি, বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের সন্তান, সাবেক সফল ছাত্রলীগ নেতা ও আওয়ামীলীগের সক্রিয় কর্মী এবং বিশিষ্ট সাংবাদিক মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ’র ওপর মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ।
সেই সঙ্গে সাংবাদিক পরিবার ও সাংবাদিকের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সকল গোয়েন্দা সংস্থা, ইউনিয়ন জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী,বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটিসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।