গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা ফুলছড়ি উদাখালী ইউনিয়নের পূর্ব শত্রুতার জেরে গত তারিখে ২/৭/২০২৪ ইং বিজ্ঞ কোর্টে আত্মসমর্পণ পূর্বক জামিন লাভ করেন জামিন প্রাপ্তির পর তাহারা ও কতিপয়। সন্ত্রাসী ব্যক্তি মামলার বাদী মোঃ উরফী মিয়া ও তাহার ভ্রতা মোঃ নয়ন মিয়া ও মোঃ আব্দুল হাদী মিয়াকে বার ভবনের পার্শ্বে কোটে চওরে বেদম কিল ঘুষি এলোপাথাড়ি মারডাং করে । তার শরীরে বিভিন্ন স্থানে ছেলা ফোলা ও কালশিরা করে জখম করে বিষয়টি বারের উকিল মহোদয় গন ও উপস্থিত জনগণ প্রত্যক্ষ করিলে ও তাহারা বৃষ্টির কারণে মামলার সাক্ষী ও তাহার ভাই দেরকে মারপিট থেকে রক্ষা করতে পারে নাই। কোট চওরে সন্ত্রাসী ঘটনা খুব দুঃখজনক।
এভাবেই সন্ত্রাসীরা ব্যক্তিও আসামিদের দ্বারা বাদী ও সাক্ষী গন নির্যাতন হইলে।
আইন শৃংখলার অবনতি ঘটিয়ে সাক্ষী গনের নিরাপত্তা দিতে না।
পাতিলে আইন আদালতের প্রতি জনগণের শ্রদ্ধা বোধ থাকিবে না।
এ কারণে জামিন মুক্ত তপশীল আসামিগনের জামিন বাতিল করা আবশ্যক।
বিধয়া প্রার্থনা উপরোক্ত কারণাধীনে ও ন্যায় বিচার স্বার্থ তপশীল।আসামীগনের জামিন বাতিল করে সি ডব্লিউ মুলে তাহাদের কে জেলে হাজতে প্রেরণের আদেশ দিতে হুজুর আদালতে সুমহান মজি করে ।