মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার কনকরায় তিনগাছতলার আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ( ইসকন) প্রচার কেন্দ্র আয়োজনে রবিবার বিকেলে অত্র মন্দির চত্বরে আলোচনা সভা ও রথযাত্রার যাত্রা শুরু হয়।
রথ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ভিএইড রোড কালিবাড়ী মন্দির প্রাঙ্গনে শেষ হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) সুশান্ত কুমার মাহাতো। প্রধান অতিথি বলেন-সনাতন ধর্ম শান্তির ধর্ম। জগন্নাথদেব রথযাত্রায় জগন্নাথদেবের আর্শীবাদ আপনাদের উপর বর্ষিত হোক। জগন্নাথ দেবের রথযাত্রার দড়ি ধরলে পুর্নজনম হবে না। এই কারনে রথযাত্রায় অংশগ্রহন করা দরকার। আজকের রথযাত্রা সুন্দর ভাবে পালিত হবে। জগন্নাথ দেবের রথযাত্রা সার্থক করে গড়ে তুলবেন। এই প্রত্যাশা।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।
ইসকন প্রচার কেন্দ্র সভাপতি ভক্ত চৈতন্যদাস এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অত্র প্রচার কেন্দ্র অধ্যক্ষ নরোত্তমানন্দ মহারাজ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত কুন্ডু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি রনজিত বকসী সূর্য, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী। বক্তারা আরও বলেন- রথযাত্রায় অংশগ্রহন করব। ভক্তিভাব নিয়ে এ উৎসবে অংশগ্রহণ করব। ভক্তের সাথে থাকব।