মোঃ সাহাজুদ্দিন সরকার, কালিয়াকৈর প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে আব্দুস সাত্তার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বেনুপুর চেয়ারম্যান বাড়ীর আয়োজিত খেলাটির উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, ঢালজোড়া ইউপি চেয়ারম্যান মোঃ ইছাম উদ্দিন ও ঢালজোড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী। এই ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে । উদ্বোধনী ম্যাচে জিরানী মাঝি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে গোড়াই টেক ইট রেষ্টুরেন্ট একাদশকে পরাজিত করে।