মোঃ ইদ্রিস শেখ খুলনা
বটিয়াঘাটা উপজেলা গীতা পরিষদ কমিটির আয়োজনে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়ে লুটপাট ও অগ্নিসংযো, নারী নির্যাতন, সংখ্যালঘুদের জমি ও মৎস্য ঘের দখল করে মাছ লুটপাট ও সংখ্যালঘুদের হত্যার প্রতিবাদে এবং স্ব-স্ব ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল ঘটনার বিচার বিভাগীয় কমিশনার গঠন পূর্বক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান । গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় গীতা পরিষদের উপজেলা শাখার সভাপতি অনুপল বিশ্বাসের সভাপতিত্বে গীতা পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় এসময় বর্তমান বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সকল সদস্যদের-কে শুভেচ্ছা জানান হয় । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পঞ্চানন ঢালী,সাংবাদিক ইমরান, ইন্দ্রজিৎ ,প্রশান্ত কুমার বিশ্বাস, নিতিশ কুমার সরদার, নারায়ন চন্দ্র মন্ডল, ঠাকুর দাস গাঙ্গুলী প্রমূখ ।