বাগেরহাটের রামপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই আগস্ট) সকাল ১০টায় রামপাল উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে এলাকা বাসীর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাএ – ছাএী, পুলিশ, সাধারণ জনগণ, আহত ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিহত সকল পরিবারকে সরকারিভাবে অনুদানের ব্যাবস্থা করা সহ তাদের পরিবারের পাশে সবাই দাড়ানোর জন্য বিনিত অনুরোধ করেন।
সার্বিক পরিচালনায় ছিলেন এলাকাবাসী ও ছাত্র প্রতিনিধি , আবুল কালাম আজাদ, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল কাদের শেখ, রুহুল আমিন শেখ, মোঃ কালাম হোসেন, শেখ আহমদ আলি, এসকেনদার আলি, সাগর আহম্মেদ, শরিফুল ইসলাম, আঃ হান্নান শেখ, সাইফ উদ্দিন সহ প্রমুখ।দোয়া শেষে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।