মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
খুলনার কয়রা উপজেলার ৬নং উত্তর বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার নুরুল ইসলাম কোম্পানির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বিকাল ৪ টায় কাটকাটা লঞ্চঘাট সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গনেশ মন্ডলের পদত্যাগের দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানির বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে । তার অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ। যে কারনে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তিতে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।
এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান,ইউনিয়ন বাসীর পক্ষে বদিউজ্জামাল মোড়ল, পলাশ সরকার, হিমাংশু অধিকারী, রব্বানী গাজী, মিজানুর রহমান,আঃ খালেক গাজী, ফারুক হোসেন, মাহবুবুর সরদার প্রমুখ। মানববন্ধন শেষে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।