স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) এর দায়িত্বে থাকা অ্যাডিশনাল ডিআইজি (ফিন্যান্স) আবু হাসান মুহাম্মদ তারিকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ নাটোর, বগুড়া, মৌলভীবাজার, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, সিলেট জেলার কর্মরত ৫১ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) কে একযোগে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ রাফিউল করিম নৌ পুলিশে, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলামকে ঢাকায় এসবি, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাখাওয়াত হোসেনকে খুলনা রেঞ্জ, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামানকে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুস্তাফিজুর রহমানকে, গাজীপুর মহানগর কোর্ট ইন্সপেক্টর সানোয়ার জাহানকে সিআইডি, পুলিশ পরিদর্শক(ওসি) এ. কে. এম আশরাফ উদ্দিন টুরিস্ট পুলিশে বদলী করা হয়েছে।
আরো জানা যায়, বদলী হওয়া পুলিশ সদস্যগণ আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ১৮ সেপ্টেম্বরে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) হয়েছে মর্মে গণ্য হবে।