স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকা থেকে রাবেয়া আক্তার নামের এক মেয়ে শিশু হারিয়ে গেছে। তার বয়স ০৭ বছর। উচ্চতা- প্রায় ৩ ফুট, গায়ের রং- কালো, মুখমন্ডল- গোলাকার, মাথার চুল কালো। হারিয়ে যাওয়ার সময় তার পরনে গোলাপী রঙের জামা ছিলো।
নিখোঁজ শিশুটি নাটোর জেলার সিংড়া থানার ইন্দ্রাশন এলাকার উজ্জ্বলের মেয়ে। তার পরিবারের সাথে কাশিমপুর থানার বারেন্ডা কাঠাল তলা এলাকার নুর আলম এর বাড়ীতে ভাড়া বাসায় বসবাস করত।
রাবেয়া আক্তার গত শনিবার (৫ অক্টোবর) বিকালে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে নিখোঁজ হয়েছে। তিনি ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তাকে খুঁজে না পাওয়ায় তার বাবা রবিবার (৬ অক্টোবর) জিএমপি কাশিমপুর থানায় ২৪২ নং সাধারণ ডায়েরী করেছেন।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মেয়েটির সন্ধান জেনে থাকলে সদর থানার এসআই তুহিন (০১৭২৩৪৫০২৫২), অফিসার ইনচার্জ (০১৩২০-০৭০৬১১) এবং নিখোঁজ মেয়ের বাবা ০১৬৩৫১৮৬০৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।