মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে রাতে বিক্ষোভ মিছিল। বাংলাদেশে ইসকন সংগঠন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ পটুয়াখালী ভার্সিটিতে, শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা গাজীপুরে পুলিশ কর্মকর্তাদের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরে অভিযানে হামলা-ভাঙচুর, এসিল্যান্ডসহ আহত ১০। পুলিশ জনগণের বন্ধু, বলেন জিএমপি কমিশনার। পুলিশ প্রশাসনের নীতিগত পরিবর্তন হলেও এসআই মিজানের অসাধু নীতির পরিবর্তন হয়নি। পটুয়াখালী ভার্সিটিতে, র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার পবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার প্রতারক বাবু যেন কাশিমপুর থানার একচ্ছত্র অধিপতি।

৫৪ বছরেও নির্মিত হয়নি সোমেশ্বরী নদীতে সেতু।

এম,শাহজাহান,শেরপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

এম,শাহজাহান,শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তে সোমেশ্বরী নদীতে ৫৪ বছরেও নির্মিত হয়নি সেতু। ফলে সীমান্তের ১২টি গ্রামের শতশত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, এ নদীর উপর দিয়ে খাড়ামুড়া, রাঙ্গাজান, বালিজুরি,তাওয়ায়াকোচা, জুকাকুড়া,গুরুচরনদুধনই, হালুয়াহাটি,কালিবাড়ি, মালাকোচা, বিলভরট ও বিষ্ণুপুরসহ ১২টি গ্রামের শতশত মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। কিন্তু এ নদীর উপর একটি সেতু না থাকায় বছরের পর বছর ১২টি গ্রামের হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল হক, খাড়ামুড়া গ্রামের সাইফুল ইসলাম, বালিজুরি গ্রামের গোলাপ হোসেন, আব্দুর রহিম,আব্দুল কুদ্দুস, আব্বাস আলীসহ গ্রামবাসীরা জানান, সোমেশ্বরী নদীর বালিজুরিতে একটি সেতু নির্মাণের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই। বিভিন্ন সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে।

কিন্তু ৫৪ বছরেও তা বাস্তবায়িত হয়নি। তারা বলেন নির্বাচনের সময় এলে এ নদীর উপর সেতু নির্মাণের আশ্বাস দিয়ে জনপ্রতিনিধিরা শুধু আমাদের কাছ থেকে ভোট নেয়। কিন্তু পরে কেউ আর খোঁজখবর নেয় না গ্রামবাসীদের। তাদের অভিযোগ ভারত সীমান্ত ঘেষে অবস্থিত খাড়ামুড়া গ্রামের ৫ হাজার মানুষের দুঃখ সোমেশ্বরী নদী। নদীটি ভারত থেকে নেমে এসে দুইটি শাখায় পরিনত হয়ে খাড়ামুড়া গ্রামের দুই পাশ দিয়ে প্রবেশ করে বালিজুরি এসে একত্রিত হয়েছে। এতে খাড়ামুড়া গ্রামটি নদী বেষ্টিত হয়ে পরেছে।

 শ্রীবরদী উপজেলা সদর থেকে বালিজুরি বাজারের দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার। বালিজুরি বাজারের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে সোমেশ্বরী নদী। সীমান্ত থেকে নেমে আসা এ নদীটি খাড়ামুড়া গ্রামের দুপাশ দিয়ে বয়ে গেছে। ফলে খাড়ামুড়া গ্রামটি বিচ্ছিন্ন একটি গ্রামে পরিনত হয়েছে। বালিজুরি গ্রামের গোলাপ হোসেন, আব্বাস আলী, কুদ্দুস মিয়াসহ গ্রামবাসীরা জানান, এগ্রামে নারী পুরুষ ও শিশুসহ প্রায় ৫ হাজার লোকের বসবাস। এ গ্রামের রাস্তা-ঘাটের করুন অবস্থা। এগ্রামের বাসিন্দাদের সোমেশ্বরী নদী পারি দিয়ে হাট-বাজার, স্কুল কলেজে যাতায়াত করতে হয়। নদী পার হতে বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমী বাসের সাকোই একমাত্র ভরসা। বালিজুরি বাজার থেকে খাড়ামুড়া ও রাঙ্গাজান গ্রামের ভারত সীমান্ত পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ। গ্রামবাসীরা জানান, রাস্তাঘাটের করুন অবস্থার কারণে এ পথে চলে না কোন যানবাহন। বালিজুরি এলাকাটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে রয়েছে তাওয়াকোচা বিজিবি ক্যাম, বালিজুরি ফরেস্ট রেঞ্জ অফিস,বালিজুরি উচ্চ বিদ্যালয় খারামুড়া দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়।

সোমেশ্বরী নদীর উপর একটি সেতুর অভাবে এ পথে যাতায়াতকারী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাওয়াকোচা গ্রামের ইউপি সদস্য রহমত আলী,মহসিন আলী,মোরশেদ আলমসহ গ্রামবাসীরা জানান পাঁচ বছর পরপর নির্বাচন আসে । সে সময় জনপ্রতিনিধিরা সোমেশ্বরী নদীর বালিজুরি সেতু নির্মাণের আশ্বাস দিয়ে আমাদের কাছে ভোট নেন। কিন্তু নির্বাচনের পর কোন জনপ্রতিনিধি আমাদের আর খোঁজ খবর নেন না। তারা বলেন এখানে একটি সেতুর অভাবে যুগযুগ ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। স্কুল কলেজর ছাত্র ছাত্রীরা সময়মত স্কুল- কলেজে যেতে পারছে না। জরুরী ভিত্তিতে কোন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পারছে না গ্রামবাসীরা। উৎপাদিত কৃষি পণ্য সময়মতো বাজারজাত করতে পারছেন না কৃষকরা। গবাদি পশু পারাপারে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কৃষকদের।

তারা সোমেশ্বরী নদীর বালিজুরিতে জরুরি ভিত্তিতে একটি সেতু নির্মাণের দাবি জানান। শেরপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন এখানে একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রনয়ন করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102