স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন।
গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর)।
গত শুক্রবার (২২ নভেম্বর) বিকালে মহানগরীর সদর থানার মারীয়ালী কলাবাগান পশ্চিম পাড়া এবং পাজুলিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুর মহানগরীর গোয়েন্দা বিভাগ (উত্তর) এর উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান শনিবার (২৩ নভেম্বর) প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে এসআই মোঃ কামরুল হাসান, এএসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মারীয়ালী পশ্চিম পাড়া এলাকা থেকে মোঃ নুরু মিয়া ও মণি বেগমকে ১ কেজি ৫০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য মতে পাজুলিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে রুমি বেগম ও নাজমুলের কাছ থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অবৈধ মাদক দ্রব্য গাঁজা ধৃত আসামীরা পরস্পর জ্ঞাতসারে নিজ নিজ দখল ও হেফাজতে রাখার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
আসামীরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, বিভিন্ন সময় ধৃত আসামীরা বিভিন্ন এলাকা থেকে গাঁজা ক্রয় করে মহানগরীর পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।