সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

ঢাকায় ৪০ কেজি গাঁজাসহ এক মাধক কারবারিকে গ্ৰফতার করে ডিবি পুলিশ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ধানের বস্তার নিচে লুকানো ৪০ কেজি গাঁজা জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল

রাজধানীর কমলাপুর এলাকা থেকে একটি পিকআপের পেছনে ধানের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ হানিফ মিয়া (৩০)।

শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) দুপুর ১২:৫০ ঘটিকায় কমলাপুর রেলস্টেশন ডিপোর সামনে অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম ।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে কমলাপুর রেলস্টেশন ডিপোর সামনে পাকা রাস্তার উপর তিনজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে টিমটি দুপুর ১২:৫০ ঘটিকায় সেখানে পৌঁছালে তিনজন ব্যক্তিকে একটি পিকআপ গাড়িসহ অবস্থান করতে দেখতে পায়। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন কৌশলে সেখান থেকে পালিয়ে যায় ও তখন হানিফ নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় হানিফের দেখানো মতে পিকআপ গাড়িটির পিছনে ২০ বস্তা ধানের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৬ প্যাকেট গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৪০ কেজি এবং আনুমানিক মূল্য আট লক্ষ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান এবং মাদক লুকানোর কাজে ব্যবহৃত ২৪ বস্তা (২০ মণ) ধানও জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত একজন ও পলাতক দুইজনসহ মোট তিনজনের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হানিফ এবং পলাতকরা জব্দকৃত গাঁজা গাড়িযোগে পরিবহন করে বেচা-কেনার জন্য ওই স্থানে অবস্থান করছিলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102