সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

দুমকী উপজেলায়, তাবলীগ জামাতের ওলামা মাশায়েখরা, সাদিয়ানীদের বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার জনতা কলেজ সড়কে , উপজেলার সামনে আজ ২৩ ডিসেম্বর ২০২৪ ইং সোমবার ১০ টায়, ইমাম উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহীদি জনতার অংশগ্রহণে মানববন্ধন ও স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করা হয়েছে।

তাবলীগ জামাতের উলামা পরিষদ দুমকি উপজেলা সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন বলেন “ভারতের কথিত মাও: সাদ সাহেবের অনুসারী (সাদপন্থী-এতায়াতী) যারা ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে শত শত আলেম-উলামা, ছাত্র ও তাবলীগের সাধারণ সাথীদেরকে মারাত্মক আহত করেছিল এবং ১৮ ডিসেম্বর/২৪-এ আবার টঙ্গী ইজতেমার মাঠে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে ০৪ জনকে হত্যা করেছে। অনতিবিলম্বে হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি প্রদান এবং এহেন সন্ত্রাসীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবি করেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন করিমগঞ্জ ইমাম উলামা পরিষদের হযরত মাওলানা আবুল বাশার, মাওলানা মোহাম্মদ ইউছুফ, মাওলানা মোহাম্মদ মুফতি আমিনুল ইসলাম, মুফতি মোহাম্মদ হাসান , মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ লোকমান আলী, সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি সহ সদস্যবৃন্দদের নিয়ে ৫ সদস্যের একটি টিম উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা এবং দমকি থানা অফিসার ইনচার্জ এর কাছে স্মারক লিপি পেশ করেন।।#

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102