মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
বাংলাদেশের স্বনামধন্য বাউল শিল্পী ব্রাম্মনবাড়িয়া কসবার কৃতি সন্তান,জহিরুল ইসলাম (জহির পাগলা)হযরত শাহ কবির (রঃ) বাউল শিল্পী সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বাউল,পালা,ভাবধারা বিচ্ছেদী ভাটিয়ালি ও লোকগান গেয়ে এরই মধ্যে দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
ওস্তাদ খোরশেদ আলমের হাতধরে তার সঙ্গীত জীবনের হাতে খড়ি।২০০৯ সালে মঞ্চের মাধ্যমে তার সঙ্গীত জীবনের প্রথম পথচলা।২০১৮ সালে ইউটিউব এর মাধ্যমে প্রকাসিত হয় তার প্রথম মৌলিকগান আমার কাছে ভালোবাসা ইবাদত।তারপর থেকে এ পর্যন্ত তার মৌলিক গানের সংখ্যা ২৫ টির ও বেশি,যার বেশির ভাগ ফোক গানগুলো জনপ্রিয় গীতিকার আর এ আশরাফুল এর লেখা।
এছাড়াও শতাধিক বাউল পালা বিচ্ছেদী ভাটিয়ালি ভাবধারা গানে পূরানো সংস্করণে কন্ঠ দিয়েছেন,তিনি অগনিত মঞ্চ থেকে একাধিক পুরুস্কারে ভুষিত হয়েছেন।
জহিরুল ইসলাম জহির সঙ্গীতাঙ্গনে তার নাম জহির পাগলা নামে পরিচিত।এরই মধ্যে অনলাইন প্লাটফর্মে তার গানগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে।ইউটিউব প্রকাসিত গানের সংখ্যা শতাধিক,সম্প্রীতি গান শেষ করেছেন প্রায় হাফ ডর্জ্জন খানেক,গানগুলো একাধিক অনলাইন প্লাটফর্মে প্রকাসিত হতে যাচ্ছে,জনপ্রিয় বাউল শিল্পী জহির পাগলা বলেন মানুষের জন্য গান করি মানুষের ভালোবাসাই আমার আগামীদিনের চলার পথের অনুপ্রেরণা। তার এই সঙ্গীত জীবনে বাউল শিল্পী সমিতির সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা জানিয়েছেন,দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্তবৃন্দ রা।