মোঃ হাবিবুল বাশার সুমন রিপোর্টার
আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউপির ৯ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী গণবিশ্ববিদ্যালয়।উক্ত বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভি সি সহ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ও ঢাকা-১৯ আসনের সংসদসদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এর ভ্রাতা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক লুৎফার রহমান।উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এর আস্থাভাজন ধামসোনা ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি ধামসোনা ইউপি ৯ নং ওয়ার্ড এর সফল মেম্বার মোঃ শফি উদ্দিন।মেম্বার শফি উদ্দিন বলেন,বাঙালি জাতির শৈত কালীন উৎসব পিঠা,এ উৎসব টি আনন্দ মুখর পরিবেশে পালন করার জন্য গণবিশ্ববিদ্যালয়ের সকল উর্দ্ধতন কর্মকর্তা কলাকুশলীকে জানাই আন্তরিক অভিনন্দন।সেই সাথে ভাষার মাস ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে,স্বরন করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষা পেয়েছি তাদের কে,যদি এই বাংলা ভাষাটা না থাকতো তবে এতো কাব্য এতো কবিতা এত গল্প কে লিখতো,যদি এই ভাষাটা না থাকতো তবে ভালোবাসি এই মিষ্টি কথাটি কে কাকে বলতো,যদি এই ভাষাটা না থাকতো তবে মা—কে এতো মধুর সুরে কে ডাকতো। ১৯৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগী সকল ভাষা শহীদদের স্মরণে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি,মহান আল্লাহ তায়ালা যেন তাদেরকে জান্নাতবাসী করেন,আমিন।বিশেষ করে ভাষা শহীদ রফিক,শফিক, সালাম,বরকত, জব্বার সহ আরো নাম নাজানা অনেকেই ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে জীবন দিয়েছেন।তাদের এই আত্মদানের কথা আমরা ভুলবনা,তাইত বলি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবনা।আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।আমরা এই বাংলাদেশে কোনো বিদেশিদের ভাষা ব্যবহার করবো না,পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য কেউ জীবন দেননি কিন্তু বাংলা ভাষার জন্য বাঙ্গালি জাতি বুকের তাজা রক্ত দিয়েছেন,নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তাই সকল ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি।