স্টাফ রিপোর্টার হাসমত
রাজশাহী জেলার ৬টি আসনের মধ্যে ৫ টিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করেছে। শুধু রাজশাহী জেলার সদর -২ আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। গতো কাল রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এরমধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। রাজশাহী-২ (সদর) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ এবং রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বর্তমান সংসদ সদস্য নৌকার প্রার্থী শাহরিয়ার আলম বিজয়ী হয়েছেন।
রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। এ ছাড়া চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহি) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।
রাজশাহী-২ (সদর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাঁচি প্রতীকের শফিকুর রহমান বাদশা। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৯৬০টি ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬টি। এ আসনে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ১১২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোট পড়েছে ২৬ দশমিক ৪৯ শতাংশ।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের আব্দুস সালাম খান পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৫৬১ ভোট।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ১৩২টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৬ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৮৬২ ভোট।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৯৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেনুল হক পেয়েছেন ৭৪ হাজার ২৯৮ ভোট।
প্রসঙ্গত, সকাল ৮টা থেকে এক যোগে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। তবে ভোটে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।