মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়ার কাইছা বাড়ি আহাদ কলোনিতে মসজিদ মাদ্রসা সংলগ্নে সংযোগ সড়ক জুড়ে ময়লার স্তুুপ অতিষ্ঠ জন মানব।
ময়লার পঁচা দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন দেখার কেউ নেই,নেই প্রশাসনিক কোনো ব্যবস্থা,নেই রাজনৈতিক নেতাদের কোনো মাথা ব্যাথা।
ডিইপিজেট গামী এই একটিই সংযোগ সড়ক,এ সড়কটিতে চলাচলরত জনতারা দম বন্ধ করে,মুখে কাপড় বেঁধে চলছে,অনেকেই দুর্গন্ধ সইতে না পেরে বমি করতে করতে হাসপাতালের বেডে সায়িত।
আবার অনেকেই ময়লার স্থান টা দ্রুত পারাপার হতে এক্সিডেন্ট করে হাসপাতালে,এ অঞ্চলে ছোট ছোট একাধিক শিল্প কারখানা সহ বড় বড় শিল্প কারখানা অবস্থিত।
শ্রমিকদের চলতে হয় রাত দিন চব্বিশ ঘন্টা,পঁচা দুর্গন্ধ পারাপার হতে তাদের কষ্টের সীমা দেখার কেউ নেই।
অপরদিকে ময়লা ফেলানো কে কেন্দ্র করে একটি সিন্ডিকেট অবৈধ পন্থা অবলম্বনে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
ময়লা ফেলাটা নামেমাত্র ময়লার আবর্জনার মধ্যেদিয়ে একটি সিণ্ডিকেট ময়লার গাড়িতে নিয়ে আসে লক্ষ লক্ষ টাকার ওয়েস্ট ইজ মালামাল,প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
ডাক্তারদের অভিমত পঁচা দুর্গন্ধ বিষাক্ত ধোয়া বাতাশে ছড়িয়ে পড়া পদার্থ মানব দেহের শ্বাসকষ্ট,হৃদরোগ,ও ক্যানসার এর মত মারাত্মক জীবাণুর ঝুকি বাড়িয়ে দেয়।
বিশেষ করে সকল স্তরের মানুষ ময়লার পঁচা দুর্গন্ধে ও ভয়াবহ বিষাক্ত বাতাশে ক্যানসার সহ নানা রোগে ভুগছেন।
বিষয়টি তদন্ত পর্যবেক্ষণ পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করতে,এবং অসাধু ব্যাক্তি চোর সিন্ডিকেটদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদানের পাশাপাশি অবৈধ স্থাপনা দূরীকরণ করতে এলাকাবাসী সহ সুধীসমাজের প্রানের দাবী।