ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।।
২৩শে জুন রবিবার দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা আওয়ামীলীগ সারাদেশ তথা কেন্দ্রের সঙ্গে সঙ্গতিরেকে ব্যপক আয়োজনের মধ্যদিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনী অনুষ্ঠানসুচিতে ছিল, সকাল ৮ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, ৮,৩০ ঘটিকায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পন। সকাল ১০ঘটিকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। বৈকাল ৪ঘটিকায় আনন্দ রেলী যা ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী আওয়ামীলীগ অফিসের সামনে এসে শেষ হয়। উক্ত আনন্দ রেলীতে ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন আগত ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী সদস্য ও সমর্থকগন দলে দলে এসে যোগ দেন যার কারনে আনন্দ রেলীতে ফুলবাড়ী শহরের রাস্তাঘাট লোকে লোকারণ্য হয়ে যায়। উক্ত আনন্দ রেলীতে নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হুদা, সাধারণ সন্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল সহ উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামিলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকল অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।