মোহাম্মদ সুবেল মিয়া, ভাম্যমান প্রতিনিধি
গণসংহতি আন্দোলনের ২২ বছরপূর্তি উপলক্ষ্যে সকল শহীদদের স্বরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলন পরিবার।শহীদদের বেদীতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল,সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া,জুলহাসনাইন বাবু,কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান,আশুলিয়া থানার সমন্বয়কারী এফএম নূরুল ইসলাম,ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা,সদস্য সচিব মাহবুব রতন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক,এবং গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা ও আশুলিয়া থানার নেতৃবৃন্দ
ছাত্র ফেডারেশন ও গণবিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
গণসংহতি আন্দোলন বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটির প্রধান সমন্বয়ক গণমানুষের নেতা জোনায়েদ সাকি। দলটি ২৯ আগস্ট ২০০২ সালে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান দিয়ে যাত্রা শুরু করেন।দলটি যাত্রা শুরুর পর থেকেই বাংলাদেশের সকল অনিয় দুর্নীতি ও সর্ব বিষয়ে আমুল পরিবর্তন সম্ভব বলে মনে করেন দলীয় কলাকুশলীগন,পরিবর্তন চাই’স্লোগানের মাধ্যমে পরিবর্তনকামী প্রগতিশীল রাজনৈতিক শক্তি সমূহের ঐক্য গড়ে তুলতে সচেষ্ট আছে এ দলটি।