নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগর কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের তোপে পড়ে প্রাণ গেল যুবকের।
কাশিমপুর থানা পুলিশ কর্তৃক ১ ঘন্টার মধ্যে হত্যা রহস্য উদঘাটন করে পুলিশ।
শনিবার ১৮-১-২০২৫ তারিখ নারায়ণ রবিদাসের হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গাজীপুরের কাশিমপুর ৩নং ওয়ার্ডের বারেন্ডা (লালদীঘি) এলাকায় মাদক ব্যবসায়ীদের নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন নারায়ণ রবিদাস (২৫)। নিহত নারায়ণ স্থানীয় বাসিন্দা সুরেশ রবিদাসের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী শাওন মোল্লা (৩০) ও মো. সুমন শেখ (৩২) এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যার আগে নারায়ণকে উলঙ্গ করে নির্যাতন করা হয়। তার শরীরে সিগারেটের ছ্যাঁকা এবং ছুরির আঘাতের অসংখ্য চিহ্ন ছিল। এমন ভয়াবহ ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই অভিযুক্ত শাওন ও সুমন এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বাড়িঘর ফাঁকা পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরে চললেও তা নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
কাশিমপুর থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলাকার সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত করা না হলে এলাকায় শান্তি ফিরে আসা কঠিন হবে।
মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে কঠোর পদক্ষেপ এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এবিষয় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান পুলিশ কর্তৃক ১ ঘন্টার মধ্যে হত্যা রহস্য উদঘাটন করে অভিযুক্তদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, শাওনের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।