মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা ০৩ আসনে বি এনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ শহিদুল আলম (১১/০৬/২০২৫) তাং কালীগঞ্জ থানায় একটা সাধারণ ডায়েরী(জিডি)করেছেন।যাহার জিডি নং (৪৫৪ )তিনি তার লিখিত জিডিতে উল্লেখ করেছেন। চলতি মাসের গত ০৮ তাং সোশ্যাল মিডিয়ায় তার ছবি ও ডাঃ শহিদুল আলম নাম ব্যবহার করে একটি ফেইসবুক ফেইক আইডি খোলা দেখতে পেয়েছেন।একটি কুচক্রীমহল ফেইক আইডি দিয়ে,তার ও তার পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির দলীয় ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে।ফেইক আইডি যাহার লিং https:// WWW:facebook.com /share/I BxkengckQj.বি এনপির স্থায়ী কমিটির সদস্য,সাতক্ষীরা ০৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ শহিদুল আলম থানায় জিডি করার পরে,জিডির কপি ব্যাক্তিগত ফেইসবুক আইডি থেকে স্টাটাস দিয়েছেন।(আসসালামু আলাইকুম
আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে,এক বা একাধিক ব্যাক্তি আমার নাম এবং ছবি ব্যাবহার করে ফেসবুক আইডি চালাইতেছে।যাহা আমি অবগত নয়।এজন্য কালিগঞ্জ থানায় ফেইক ফেসবুক আইডির ভিওিতে জি ডি করা হয়েছে।সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি)।ফেইক আইডি থেকে কুচক্রীমহলেরা বিভিন্ন সময়ে বিবভ্রান্তীকর স্টাটাস দিয়ে বি এনপি ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মানহানি সহ প্রশ্নবিদ্ধ করছে।অতিদ্রুত এই ফেইক আইডির মালিক সহ জড়িত থাকা কুচক্রীমহলকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন বি এনপির নেতৃবৃন্দ ও সুশীল সমাজ।