নিজস্ব প্রতিনিধি
শ্রমিক নিহতের ঘটনায় তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সাথে কোনাবাড়ী থানার ওসি’র অশ্লীল আচরণ।
গাজীপুরের কোনাবাড়ীতে গ্রীনল্যান্ড নামে পোশাক কারখানায় শ্রমিক হৃদয় নিহতের ঘটনায় কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন এর কাছে তথ্য জানতে চাইলে তথ্য গোপন করতে সাংবাদিকদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার করেন তিনি।
এসময় দৈনিক যুগান্তরের কাশিমপুর কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম এবং চ্যানেল এস এর গাজীপুর মহানগর প্রতিনিধি সালাহ উদ্দিন আহমেদ এর সাথে অসৌজন্যমূলক মূলক আচরণ করেন ওই থানার ওসি। প্রসঙ্গত গত ২৭-০৬-২০২৫ ইং শুক্রবার রাত ৮ টা থেকে ২৮-০৬-২০২৫ ইং শনিবার বিকাল আনুমানিক সাড়ে ৪ টা মধ্যে হৃদয়কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।নিহত হৃদয়(২০) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শুকতারবাইদ গ্রামের আবুল কালাম এর ছেলে।সে গাজীপুর মহানগরের কাশিমপুরের সুরা বাড়ী এলাকায় ভাড়া থেকে গ্রীনল্যান্ড ফ্যাক্টরিতে ডাইংয়ে ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।এই ঘটনা কেন্দ্র করে শনিবার দুপুর আনুমানিক ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ওই পোশাক কারখানার সামনে দায়ী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এ বিষয়ে নিহত হৃদয়ে মা মোছাঃ খোদেজা খাতুন কারখানার সামনে বিচারের দাবীতে আহাজারি করেন।
এই বিষয়ের কিছু ভিডিও সাংবাদিকদের হাতে এসে পড়লে এতে দেখা যায় একটি রুমে সুস্থ অবস্থায় হৃদয়কে ঢুকানো হয়েছে।রুমের ভিতরে হাত-পা বেঁধে নির্যাতন ও রুমের বাহিরে হৃদয়ের উপর নির্যাতন করা হচ্ছে। পরবর্তীতে হৃদয়ের লাশ একটি অ্যাম্বুলেন্সে করে কারখানা থেকে বের করা হচ্ছে । এ বিষয়ে বিষয়ের সাংবাদিকগণ কোনাবাড়ী থানার ওসি সালাহ উদ্দিন এর সাক্ষাৎকার নিতে গেলে দৈনিক যুগান্তরের কাশিমপুর-কোনাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম ও চ্যানেল এস এর গাজীপুর মহানগর প্রতিনিধি সালাহ উদ্দিন আহমেদসহ অন্যান্য সাংবাদিকদের সাথে ওসি তথ্য না দিয়ে
অশ্লীল ভাষা ব্যবহার করে এবং অসৌজন্যমূলক আচরণ করে সাংবাদিকদের রেখেই তিনি দ্রুত থানা থেকে বের হয়ে যান।