দেশে অরাজকতা সৃষ্টকারী নৈরাজ্যবাদী ও বি এনপির ডাকা হরতালের বিরুদ্ধে,ঢাকা১৯ আসনের এমপি প্রার্থী ও আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এর সৌজন্যে বিশাল মটর শোভাযাত্রা নিয়ে সাভার আশুলিয়ার মহাসড়ক ও বিশেষ বিশেষ সংযোগ সড়ক প্রদক্ষিন করে শান্তি সমাবেশ করেন।রবিবার ২৯ শে অক্টোবর বেলা দশটা থেকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ থেকে চন্দ্রা মহাসড়ক নবীনগর সাভার পাথালিয়া জামগড়া সহ বেশে কয়েকটি রোড প্রদক্ষিন করে মটর শোভাযাত্রার মাধ্যমে এ শান্তি সমাবেশ কে সাফল্য মণ্ডিত করেন।এ সমাবেশে উপস্থিত ছিলেন সাভার আশুলিয়ার আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শিশু বৃদ্ধা ময়মুরুব্বি আমজনতা।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,দেশে শান্তি চাই,জনগনের জান মাল রক্ষা করতে চাই,বি এন পির ডাকা হরতাল বয়কট করে,নেতাকর্মী আমজনতাদের নিয়ে ঢাকা ১৯ আসনের সমগ্র জায়গায় সকাল থেকে সন্ধা পর্যন্ত শান্তির বার্তা নিয়ে,দেশদ্রোহী রাজাকার আলবদর আলসাম ও বি এনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দলীয় উর্দ্ধতন নেতাকর্মীদের নির্দেশক্রমে কঠোর অবস্থান নিয়ে আমি সাইফুল আছি থাকবো ইনশাআল্লাহ।