গাজীপুর উত্তর,
মোঃ সাহাজুদ্দিন সরকার।
গাজীপুরের কালিয়াকৈর খাড়া জোড়া এলাকায় সাফওয়ান ফুয়েলস লিমিটেড নামে কারখানায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানাযায় গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১,০০ টার পরে কারখানায় আগুন লাগে ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী দেশের কণ্ঠ কে জানান, ১১.৫৪ মিনিটে ফায়ার সার্ভিসে লোক মারফত খবর পেয়ে তৎখনাত ঘটনাস্থলে যাই এবং অগ্নি নির্বাপকের কাজ শুরু করি ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ফ্যাক্টরি প্রায় অধিকাংশই পুরে যায়, তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি সাফওয়ান ফুয়েলস লিমিটেডএর মালিক আব্দুস সালাম, মুঠোফোনে দেশের কণ্ঠ কে জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনে কারখানায় যাই এসে দেখি,আসবাবপত্র,মেশিন,জেনারেটর, তৈরীকৃত প্রোডাক্ট, বৈদ্যুতিক তার, মেইন সুইচ, সহ সব পুড়ে ছাই হয়েগেছে
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান,
ছয় সাত কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে ।
কারখানার দায়িত্বে থাকা সিকিউরিটি অফিসার
দেশের কণ্ঠ কে জানান,
রাতে হঠাৎ দেখি কারখানায়
আগুন তৎখনাত আমাদের কারখানার পাশেই ফায়ার সার্ভিসে খবর দেই।
আমরা কিছু বুঝে ওঠার আগেই মূহুর্তেই আগুন ছরিয়ে পরে পুরো কারখানা ঝুরে, ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।