মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে কাশিমপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড থেকে ৫নং ওয়ার্ড এর সংযোগ
রাস্তা অবমুক্ত করে ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব দবির উদ্দিন সরকার ।
কাশিমপুর থানাধীন ৪ নং ওয়ার্ড এর সুলতান মার্কেট এলাকা থেকে ৫ নং ওয়ার্ডের শৈলডুবি এলাকার দীর্ঘদিনের চলার পথটি ১২ নভেম্বর থেকে খুঁটি দিয়ে বন্ধ করার চেষ্টা করে এবং পরবর্তীতে বিশাল গেইট তৈরী করে বন্ধ করে দেয় জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হঠাৎ করে সিটি কর্পোরেশনের আওতাধীন চলাচলে রাস্তাটি বন্ধ করায় চরম বিপাকে পড়ে সাধারণ জনগণ ও যানবাহনগুলো ।
বিষয়টি সিটি কর্পোরেশনের মেয়র সহ অন্যান্য কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে সিটি কর্পোরেশনের অঞ্চল ৮ কে রাস্তাটি অবমুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।
তারই ধারাবাহিকতায় বুধবার ১৫ নভেম্বর সকালে সিটি কর্পোরেশনে ৮ নং জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেড মোঃ জহিরুল ইসলাম এর নির্দেশক্রমে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ দবির উদ্দিন সরকার এবং অঞ্চল ৮ এর সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান এর নেত্বত্বে, সংযোগ রাস্তাটি অবমুক্ত করা হয়।
জনগণ ও স্বার্থে রাস্তাটি অবমুক্ত করণে এ উপস্থিত ছিলেন
কাশিমপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইমন সরকার, বিশিষ্ট সমাজসেবক আলমগীর মাতবর, জালাল উদ্দিন ভূঁইয়া, সিটি কর্পোরেশনের সহকারী কর আদায়কারী, মোঃ তুষার মন্ডল, মোঃ আবুবক্কর সিদ্দিক (বিজয়) সহ এলাকাবাসীগণ।
বন্ধ রাস্তাটি খুলে দেওয়ার বিষয়ে কাশিমপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সায়মন সরকার জানায়, আমাদের চলাচলের রাস্তাটি রাতের আঁধারে বিশাল গ্রেট দ্বারা বন্ধ করে দিয়েছিল জি এম এস কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে আমাদের চলাচলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। বিষয়টি আমরা এলাকাবাসীরা ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি কর্পোরেশন এর মেয়রকে অবগত করলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে রাস্তাটি অবমুক্ত করা হয়। রাস্তাটি অবমুক্ত করায় আনন্দিত সাধারণ জনগণ।
তবে হুট করে রাস্তাটি গেট দ্বারা বন্ধ করার ব্যাপারে জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।